Wellcome to National Portal
Main Comtent Skiped

Project and Program

ক্র. নং

প্রকল্পের নাম

সার সংক্ষেপ

০১.

 

’’জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খরাপ্রবন ও উপকূলীয়/লবনাক্ত

এলাকার জন্য টেকসই ফসল ব্যবস্থাপনা উদ্ভাবন’’

জলবায়ু পরিবর্তণের কারণে বিভিন্ন প্রতিকূল পরিবেশে যেমন- খরা এবং মাটি ও পানিতে লবনাক্ততায় টিকে থাকতে সক্ষম ফসল জাতের উপযোগীতা যাচাই, উন্ন্য়ন ও উৎপাদনের লক্ষ্যে প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে টেকসই ফসল ব্যবস্থাপনা উদ্ভাবন।

০২.

সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উপকূলীয় এলাকার কৃষকদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্প

কৃষি, মৎস্য ও প্রানীসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম ও উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে নিবিড় ফসল উৎপাদনের লক্ষ্যে টেকসই প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষকদের মাঝে বিস্তারসহ সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়ন ।

০৩.

সমন্বিত ফসল ব্যবস্থাপনা

এলাকা উপযোগী বিভিন্ন ফসলের জাত বাছাইকরন, প্রযুক্তি খাপ খাওয়ানো এবং উন্নত ফসলের জাত সম্প্রসারণ ।

০৪.

দক্ষিণাঞ্চলে শস্য নিবিড়তা বাড়ানোর লক্ষ্যে প্রচলিত ফসল ধারায় দ্রুত বর্ধনশীল ফল ও সবজি চাষ

শস্য নিবিড়তা বাড়ানোর লক্ষ্যে প্রচলিত ফসল ধারায় দ্রুত বর্ধনশীল ফল ও সবজি চাষ সম্প্রসারণের লক্ষ্যে উন্নত প্রযুক্তি উদ্ভাবন, উদ্ভুদ্ধকরন

০৫.

সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (আইএপিপি) (বারি অংশ)

দক্ষিণাঞ্চলে  উন্ন্য়ন ও উৎপাদনের লক্ষ্যে এলাকা উপযোগী জাত বাছাইকরন, লবনাক্ত এলাকা উপযোগী প্রযুক্তি উদ্ভাবন।

০৬.

প্রচলিত ফসল ধারায় চার ফসল ধারার উন্নয়ন

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে প্রচলিত ফসল ধারা যেমন বছরে একই জমিতে এক, দুই কিংবা তিন ফসলী জমিকে কিভাবে  চার ফসল ধারায় উন্নীত করা যায় এবং অধিক ফসল উৎপাদন করা যায় সেলক্ষ্যে গবেষণা কার্যক্রম জোরদারকরণ।

০৭.

এনপিকে (NPK)গুটি ব্যবহার প্রযুক্তি উদ্ভাবন প্রকল্প

সার সাশ্রয়ী প্রযুক্তি যেমনঃ ফসলে গুটি ইউরিয়ার ব্যবহার। পরবর্তীতে এনপিকে গুটি একই সাথে প্রয়োগের মাধ্যমে সার সাশ্রয় করা  এবং অধিক ফসল উৎপাদন করা।